up

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ ভ্রমণ 2

(বালি ভ্রমণের ২য় পর্ব)

চতুর্থ
 দিনে আমরা গেলাম ওয়াটার স্পোর্টসেরও স্বর্গরাজ্য বালির নুসা দুয়ায়। 'আন্ডার ওয়াটার ওয়াকিংনামের এক ওয়াটার স্পোর্টসে।সব ধরনের ওয়াটার এক্টিভিটি যেখান থেকে হয়।আমরা যাওয়ার পর আমাদের একটা ফরম পূরণ করতে হলো ঠিকানা ছাড়াও শারীরিক সমস্যা জনিত তথ্য দিতে হলো। স্বাক্ষর করতে হলো দুর্ঘটনা জনিত মৃত্যুর দায় নিতে।আমাদের জিনিশপত্র রাখার জন্য লকার দেয়া হলো এবং বিশেষ পোশাক পরতে দেয়া হলো।তারপর আমাদের স্পিড বোট করে নিয়ে যাওয়া হলো সাগরের মাঝের ভাসমান একটা জেটিতে।সেখানে নিয়ে বিভিন্ন সাইন এবং পানির নীচে কিভাবে হাঁটতে হবেকি করা যাবে নাকি করা যাবে, কি কি সমস্যা হতে পারে সব শেখানো হলো।পানি,জুস দেয়া হলো আমাদের।আমরা জেটিতে বসা অবস্থায় কয়েক জন উঠে এলো কেউ বলল 'so amazing',কেউ বলল 'death hole'.আমি বেশ কনফিউজড।আমার পার্টনার রিভিউ শুনে আমাকে বলল 'বাদ দাও।টাকা দিয়েছি যাক,জীবনের ঝুঁকি নিও না,তুমি কিন্তু সাঁতার জানো না'আমি এতদূর এসে পেছনোর পাত্রী নই।অক্সিজেন সিলিন্ডার,গাইডের সংখ্যা,স্রোতএবং উদ্ধার কর্মী সব বিবেচনা করে পর্যটক পানিতে নামায় তারা।তারা টুরিস্টদের সেফটির বিষয়ে আন্তর্জাতিক মান মেন্টেন করে।

            নুসা দুয়া (বালি, ইন্দোনেশিয়া )

কিছুক্ষণ পর আমাদের পালা এলো।আমি সাঁতার জানি না,তাদের জানালাম।তারা আগের মতো আমাকে আশ্বস্ত করলো এতে কোন সমস্যা হবে না।প্রতি জনের জন্য আলাদা গাইড,এতে আমার সাহস বেড়েছে।মূলত সাঁতার না জানা শর্তেও আমি 30/35ফিট গভীর সমুদ্র নামছি এই ভরসায় যে তারা আমার শত্রু না,আমাকে মারার কোন ইচ্ছে তাদের নেই।এছাড়া আমি সাঁতার জানি না আমার গাইড তো জানে,সেই আমাকে সেইভ করবো। বুদ্ধিটা ভালো না আমার😂জেটির সিঁড়ি দিয়ে আমি পানিতে নেমে গেলাম গলা পর্যন্ততারপর আমার মাথায় একটা অক্সিজেনের সিলিন্ডারের মতো হেলমেট পরিয়ে দেয়া হলো।এটা এত ভারী এর চাপা আমি মুহূর্তেই পানির গভীরের দিকে নেমে যাচ্ছিআমি আতংকে মরে যাওয়ার অবস্থা।মিনিটেই আমার হাত ধরল গাইড,সে সাঁতরে নিয়ে চলল নিদিষ্ট স্থানের উদ্দেশে।সাগরের যখন অনেক গভীরে নেমে গেলাম তখন আমার চারপাশ দিয়ে ছোট বড় অনেক রঙিন মাছ সাঁতার কাটছে।এরপর আমাকে যেখানে নিয়ে দাঁড় করিয়ে দিলো মনো হলো কোন জাহাজ বা কিছুর কোন ধ্বংসাবশেষ।খুব স্রোত তাই আমি দাঁড়াতে পারছিলাম না তাই একটা রড ধরে দাঁড়াতে ইশারা দেয়া হলো। যে মাছ এতদিন শুধু অ্যাকুরিয়ামে দেখেছিতা নিজের চারপাশে ঘুরতে দেখেমাছ ধরার ছেলেমানুষি চেষ্টায় মনের ভয় চলে গেছে।আমাকে গাইড মাছের খাবার হাতে দিয়ে চাইলে ব্যালেন্স রেখে হাঁটতে পারি ইশারা দিলো।সে আমার ভিডিও করছে আমি মনের সুখে মাছের পিছনে যাচ্ছি আর ধরার আপ্রাণ চেষ্টায় আছি।এরমাঝে আমার পার্টনার এসে যোগ দিলো আমার সাথে।সে কয়েক মিনিট পরই কুইট করে উপরে চলে গেল,কারন উনার শ্বাসকষ্ট হচ্ছিল তাই।যদিও আমি তখন বুঝিনি কোন সমস্যা হচ্ছিল যে।ধীরে আমার সাহস বেড়ে যাওয়ায় আমি নিশ্চিত মনে মাছকে খাবার দিচ্ছিলামতখন গাইড ইশারায় জানালো আমার সময়  30 মিনিট আগেই ওভারআমাকে উঠতে হবে।



            সাগরের নীচে রঙিন মাছের রাজ্যে


আমরা টার্মিনাল ফিরে এলে আমাদের ভিডিও সিডি বানিয়ে দিলো কয়েক মিনিটে।ভিডিও করার বিল আলাদা, 90ডলার দিতে হয়।সম্পূর্ণ নতুন এডভেঞ্চারের অভিজ্ঞতা নিয়ে আমরা রিসোর্টের পথে রওনা হলাম।পথে আমাদের গাড়ি একটি সোনা-রুপার অলঙ্কার বানানোর কারখানা কাম শো-রুমে থামল।কিন্তু আমি কেনাকাটায় আগ্রহী নই দেখে সময় নষ্ট করলাম না।





             অলংকার তৈরির কারখানা(বালি,ইন্দোনেশিয়া)

রিসোর্টে এসে সুইমিংপুলে নামলাম।পুলে অনেক সুন্দর করে গোছানো একটা বার ছিলবাগানের মধ্যে দিয়ে ঘোরানো লম্বা পুলটা রিলাক্স করার জন্য চমৎকার।পুলবারে কেউ বিংগো খেলছে,ড্রিংক করছে মোটকথা জমজমাট অবস্থা।আমার পার্টনার সবসময় সাঁতার জানার বাহাদুরি দেখিয়ে দুরে চলে গিয়ে আমাকে খেপিয়ে মজা পায়।আজ আমি ব্যস্ত বিংগো খেলায়,যদিও আমি প্রথমবার খেলছি।খেলায় জিতে দুটো 'বিনতা' বিয়ার গিফট পেলাম।আমি মহা খুশি যদিও আমি খাই না।দিয়ে দিলাম আমাকে খেলা শেখানো অস্ট্রেলিয়ানকে আর পার্টনারকে।



লাঞ্চ সেরে আমরা ড্রাইভার কাম গাইড কৃষ্ণার সাথে তানার লটের পথে রওনা হয়েছিলাম।উদ্দেশ বালির বিখ্যাত সানসেট পয়েন্ট তানার লট থেকে সূর্যের বিদায় পর্ব দেখা।কুটা থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পশ্চিমে তানার লট মন্দির।মন্দিরটি ফটোগ্রাফির জন্য একটি জনপ্রিয় এবং সাংস্কৃতিক প্রতীক বালির।


      তানার লট মন্দির (বালি, ইন্দোনেশিয়া )

ইন্দোনেশিয়া মুসলমান প্রধান দেশ হলেও বালিতে  হিন্দু ৮৩.%,মুসলিম ১৩.% বালীয় সংস্কৃতির পুরোটাই ভারতীয়চীনাদের দ্বারা প্রভাবান্বিত।প্রদেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের আচরিত ধর্মমতটি হিন্দুধর্মের একটি বিশেষ রূপ।সর্বপ্রাণবাদ,পূর্বপুরুষ পূজা এবং বোধিসত্ত্ব পূজার সংমিশ্রণে হিন্দুধর্মের এই স্বতন্ত্র রূপ।আমাদের উপমহাদেশীয় হিন্দু রীতিনীতির থেকে কিছুটা স্বতন্ত্র।বালির টুরিস্ট আকর্ষণের মূল  কেন্দ্রে আছে প্রাচীন মন্দির।এই মন্দির গুলোর স্থাপত্যশৈলী যেমন দৃষ্টিনন্দন,তেমনি অবস্থানগত পরিবেশের সৌন্দর্য বর্ণনাতীত।আর এই মন্দিরের আধিক্যের কারণে বালিকে বলা হয় দেবতাদের দ্বীপশান্তির দ্বীপ।


       তানার লট (বালি)


৩০ হাজার রুপিয়া দিয়ে টিকিট কেটে আমরা মন্দির এলাকায় প্রবেশ করলাম। মন্দিরটি সাগরের মাঝে  একটা বড় পাথরের ওপরজোয়ারের সময় মন্দিরটিকে একটি ছোট দ্বীপের মতোই দেখায়।তবে ভাটার সময় প্রবালের রাস্তা দৃশ্যমান হয়ে মূল ভূখণ্ডের সাথে যোগ হয়।আমরা যখন গিয়েছিলামতখন জোয়ারের পানি নামছে।আমরা হাঁটু পানি দিয়ে হেঁটে মন্দিরে যাই। মূল মন্দিরের ভেতরে সবার ঢোকার অনুমতি না থাকলেও আমরা সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আমাদেরকে তাদের রীতি অনুসারে শুদ্ধ পানিদিয়ে হাতমুখ ধুয়ে,কানে ফুল  কপালে কয়েকটি চাল লাগিয়ে ওপরে যাওয়ার অনুমতি দিলেন মন্দির সেবক।কিছু সময় কাটিয়ে আমরা চলে এলাম উপরে।



মন্দির প্রাঙ্গণ চমৎকার করে গোছানো নাম জানা অজানা সব ফুল গাছ দিয়ে।ডেজার্ট রোজকাঠ গোলাপ,বাগান বিলাস ফুলেরগাছ গুলোকে বিশেষ ভাবে ছাঁটা। বয়স আর কাটিং এর কারনে চেনা গাছ গুলো অচেনা রূপ নিয়েছে।


      তানার লট (বালি, ইন্দোনেশিয়া )


গাইড কৃষ্ণার কাছে শুনলাম মন্দিরের জন্মকুণ্ডলী। বালিনিজ ভাষায় তানার লট শব্দের অর্থ নাকি "সমুদ্রের ভূমি" জনশ্রুতি আছে তানাহ লট মন্দিরটি ষোড়শ শতকের দিকে 'ড্যাং হিয়াং নিরার্থেনামের এক মহাপুরুষ এই শিলা-দ্বীপ বা পাথর খণ্ডটি দেখেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন।পরে তিনি স্থানীয় জেলেদের পরামর্শ দেন এই শিলার উপর একটি মন্দির তৈরি করতে।কারণ তিনি অনুভব করেছিলেন যে এটি সমুদ্রের দেবতা বরুণ বা ভাটারা সেগারাকে পূজা করার একটি পবিত্র স্থান।1980 সালেমন্দিরের শিলা মুখ ভেঙে পড়তে শুরু করছিল এবং মন্দিরের চারপাশে এবং ভিতরের এলাকা বিপজ্জনক হয়ে যায়।জাপান সরকার তখন ইন্দোনেশিয়ার সরকারকে আর্থিক সহযোগিতা করে ঐতিহাসিক এই মন্দির এবং বালির আশেপাশের অন্যান্য উল্লেখযোগ্য স্থান সংরক্ষণের জন্য।



                তানার লট মন্দির (বালি, ইন্দোনেশিয়া )


আকাশ মুখ ভার করে আছে দেখে আমি বেশ হতাশ,কারন আমার সূর্যাস্ত দেখার আশায় পানি ঢেলে দিয়েছে।তবে দেড় হাজার বছরের পুরানো মন্দিরের দৃষ্টিনন্দন স্থাপত্যশিল্পনির্মল  শান্ত পরিবেশে মন সহজেই স্নিগ্ধ হয়ে ওঠে। গাইডের ভাষ্য,পূর্ণিমার রাতে জোয়ারের সময় এই মন্দিরের অপরূপ রূপ চোখে পড়ার মতো সুন্দর।



পঞ্চম দিন,খুব সকালে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট সেরে একটা ব্যাকপ্যাক নিয়ে লবি অপেক্ষা করলাম গাড়ীর।আজ আর আমরাএকা নইএজেন্সির আরো গেস্ট আছে।আমরা ছিলাম লাস্ট গেস্ট,তাই আমাদের তুলে সোজা চলে গেল একটা জেটিতে।সেখানে আমাদেরকে পিংক কালারের ব্যান্ড হাতে লাগিয়ে দিলো গাইড।20/25 মিনিট অপেক্ষার পর হাতের ব্যান্ডের ধরে লাউড স্পিকারেকল করায় আমাদের গাইড আমাদের বোটে তুলে দিলো।এই ফাস্ট বোট,50/60জনের ধারন ক্ষমতা সম্পন্ন।এটা স্পিড বোটেরমতো দেখতেআকারে বড়। নুসা লেম্বগান  যাওয়ার জন্য অনেক ফাস্ট বোট আছে।ইচ্ছে করলে নিজেরা এসেও টিকেট কেটেযাওয়া যায়।টিকেট 200000 রুপিয়া ওয়ান ওয়ে।রিটার্ন সহ নিলে কম পড়বে।তবে আমার মতে লোকাল এজেন্সির সাথে যাওয়াই ভালো বিশেষ করে ডে টুর যারা করতে চান।কারন দাম প্রায় একই কিন্তু ঝামেলা অনেক।


                নুসা লেম্বগান(বালি, ইন্দোনেশিয়া )

আমরা বোটে উঠেই দেখি প্রতি সিটের সাথে একটা জুসপানি দেয়া আছে।কিছু সময় পর উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লাদিয়ে আমাদের বোট চলতে শুরু করলো।বোট ছাড়ার পরে  জানালার পাশের দাঁড়িয়ে আমি আর এক চাইনিজ মেয়ে তার স্বরেগান করেছি মহাআনন্দে।যদিও বাতাসের বেগ আর ইন্জিনের শব্দে নিজেরাও শুনতে পাই নাই😂তবে দুজনের গান দুজন ভিডিও করেছি মজা করে।

আমরা আইল্যান্ডে পৌঁছানোর পর হাতে ব্যান্ডের কালার ধরে আমাদেরকে একজন গাইড রিসিভ করে একটা সাটল বাসে(টেম্পুরমতোতুলে নিল। দ্বীপটা একটু গ্রাম টাইপশান্ত-নিরিবিলি।অনেকটা গ্রামের মতো।রাস্তা এখানের রাস্তাঘাট প্রশস্ত নয়,তবে ভাঙা নয়।কেমন যেন ছায়াঢাকা শ্যামল,নিরব পরিবেশ।কিছু রিসোর্ট,গেস্ট হাউসরেস্তোরাঁ আর স্বল্প দোকানপাট ছাড়া তেমন কিছুই নেই।রাস্তায় স্কুটি আর টেম্পু ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি।এখানে ঘোরার জন্য ঘণ্টা হিসেবে স্কুটি ভাড়া পাওয়া যায়।


      ব্যম্বু রাইডের কিশোর দল(নুসা লেম্বগান,বালি, ইন্দোনেশিয়া)

আমাদেরকে ছোট রিসোর্টে নিয়ে আসা হলো।কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রতি জনকে একটা লকারের চাবি দেয়া হলো নিজেদের দামী জিনিশ রাখার জন্য।কারন কিছুক্ষণ পর সবাইকে ওয়াটার এক্টিভিটির জন্য নিয়ে যাওয়া হবে।আমাদেরকে স্নাকেস আর জুস দিয়ে আপ্যায়ন করা হলো।তারপর গাইড এসে আমাদের ওয়াটার এক্টিভিটির বিষয়ে ব্রিফিং দিলো,কি করা যাবেকি করা যাবে নাকোথায় ড্রাইভ দেয়া যাবে না,সামুদ্রিক কোন জিনিষ সংগ্রহ যাবে নাপ্রবালশৈবাল বা জলজ কোন বৈচিত্র্য নষ্ট হয় এমন কিছু করা যাবে না।এসব আইনত দণ্ডনীয় অপরাধ।


      নাম না জানা টুরিস্ট যে আমাকে কিছু চমৎকার ঝিনুক কুড়িয়ে দিয়েছিল☺️

আমাদের বোট করে নিয়ে প্রথম স্কুবা ডাইভে।যারা সাঁতার জানে তাদের ড্রাইভ দিতে বলেছেআর বাকীদের জন্য লম্বা রশি পানিতে দেয়া হয়েছিলতারা সেটা ধরে সাঁতার দিবে।তবে রশি ধরে লাইফ জ্যাকেট পরে ভাসা চেষ্টায় আমি হাঁদারাম ছাড়া কেউছিল না।কারন কেউ সাঁতার না জেনে ওয়াটার এক্টিভিটিতে আসে না,টাকা নষ্ট করতে।কিন্তু আমি বুঝি সিঁড়ি বা রশি ধরে একটু আধটু হাত পা ছোড়াছুঁড়ি করছি,তাও মন্দ কি!আমার অবস্থা দেখে বোধ হয় গাইডের দয়া হলো,সে আমাকে চশমা পরিয়ে নিয়ে গেল হাত ধরে অনেক গভীরে।তারপর 4d চশমা দিয়ে নীচে দেখার কৌশল দেখিয়ে দিয়েছিল।জীবন্ত প্রবাল,আর শৈবালের ফাঁকে ফাঁকে কালারফুল মাছের ছুটোছুটি।স্রোতের সাথে শৈবালগুলো এমন ভাবে দুলচ্ছিল,যেন বাতাসে গাছ দুলতে থাকে।সমুদ্রের তলদেশের এমন সৌন্দর্য বর্ণনাতীত।কোন শব্দই যথার্থ নয়,এমন সৌন্দর্যের কাছে।যদিও আমার এর আগেও খানিকক্ষণের অভিজ্ঞতা আছে আন্ডার ওয়াটার ওয়াকিং এর মাধ্যমে।



               চলন্ত বোটের পাটাতনের 4d কাঁচের উপর থেকে সমুদ্রের নীচের প্রবাল, শৈবালের ছবি(বালি,ইন্দোনেশিয়া)


কিছুসময় পর সবাইকে নিয়ে বোট আবার চলতে শুরু করলে খেয়াল করলাম বোটের পাটাতনে 4d কাঁচ দেয়া।বোটটা এখন ধীরেচলছে,কাঁচ দিয়ে নীচের প্রবালশৈবাল দেখতে দেখতে আমরা চলে এলাম আরেক স্কুবা ড্রাইভের জন্য।এখানে বলে দেয়া হলো বোট থেকে জাম্প নিষেধ পরিবেশগত কারনে।



তারপর নিয়ে যাওয়া হলো ব্যাম্বু রাইডে।এটা প্ল্যাস্টিকের বাঁশ আকৃতির 5জন বসে একসাথে এবং স্পিড বোট দিয়ে টানে।চরম রোমাঞ্চকর!! ঢেউের সাথে একবার অনেক উঁচুতে উঠে আবার ধপাস করে নীচে।মনে হয়েছিল এই ডুবে যাবো,উল্টে যাবো!! অসম্ভব রোমাঞ্চকর।তবে হার্টে সমস্যা থাকলে এড়িয়ে যাওয়া উচিৎকারন শ্বাসরুদ্ধকর অবস্থা হয়।




ওয়াটার এক্টিভিটির পর আমাদের ফিরিয়ে আনা হলো রিসোর্টে।স্নান সেরে নেয়ার পর সেট মেনুতে খাবার পছন্দ করতে দিলো।আমি নুডুলস আর সালাত নিলাম।কাঠ আর বাঁশ দিয়ে তৈরি রেস্টুরেন্টটা সমুদ্রের উপরেই।সিঁড়ি দিয়ে পানিতে নামা যায়।রিসোর্টটা একটা ম্যানগ্রোভ ফরেস্টের গা ঘেঁষে।তাই কেউড়া সহ অন্যান্য গাছ এবং শ্বাসমূল দেখা যায় রেস্টুরেন্টের নীচের পানিতে।



       ম্যানগ্রোভ ফরেস্ট(নুসা লেম্বগান,বালি,ইন্দোনেশিয়া)


লাঞ্চের পর হালকা বিশ্রাম করে আমরা গেলাম হাঁটা দূরত্বের একটা ঘাটে।সেখান থেকে দুজন করে এক বোটে তুলে ম্যানগ্রোভ ফরেস্টে ভিতরে নেয়া হলো।আমার কাছে এই নৌকা যাত্রায় নতুনত্ব ছিলো না।আমি আমাদের সুন্দরবন এবং থাইল্যান্ডের ক্যাবিতে গিয়েছিলাম।ম্যানগ্রোভ ফরেস্টের গাছপালার বিশেষত্ব হল,সব গাছই লবণ সহ্য করতে পারে এবং গাছগুলো নরম কাদার ওপর জন্মায়।সবচেয়ে বিস্ময়কর হলো জোয়ারের পানিতে গাছের গোঁড়া সবসময় ধুয়ে যাওয়ার পরও প্রবল হাওয়া এবং প্রচণ্ড স্রোতে মাঝে দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে।গাছের প্রজাতিও মোটামুটি একই।এখানে আমরা গাছের গায়ে ছোট ছোট কাঁকড়ার মতো দেখেছি অনেক রঙের।এটা শুধু নতুন অভিজ্ঞতা ছিলো।


              ম্যানগ্রোভ ফরেস্ট 


ফেরার সময় আমাদের টেম্পো প্রায় খালি,বেশীরভাগ যাত্রী রয়ে গেছে।জেটিতে এসে একজন গাইড ব্যান্ড কালার ধরে আমাদের ফাষ্ট বোটে তুলে দিলো।সেদিন সারাদিনে অনেক বার গাইড বদল হয়েছিলকিন্তু কেউ বিন্দু মাত্র সমস্যা ফিল করতে হয়নি।এদের ব্যবস্থাপনা সুশৃঙ্খল,কে কোথায় রিসিভ করবে আগেই দাঁড়িয়ে থাকেঅভিযোগ করার সুযোগ নেই।




আমরা যখন বোটে উঠছিলামতখন সূর্যের লাল আভা ছড়িয়ে গেছে সাগর জলে। ধীরেধীরে লাল সূর্য সাগরের নিজেকে সপে দিয়েছে অর্ধেক। নিস্তেজ রক্তিম সূর্যটাকে বড় বৃত্তের মতো দেখাচ্ছিল।সাগরের কোলে সূর্যের এই ডুব দেয়ার এই মায়াবী দৃ্শ্য আমাকে 'সুফিয়া কামালেরকবিতা 'সাঁঝে মায়ারকথা মনে করিয়ে দিলো।

"ধীরে ধীরে ধীরে,

প্রদীপ্ত ভাস্কর এসে বেলাশেষে দিবসের তীরে,

ডুবিল যে শান্ত মহিমায়,

তাহারি সে অস্তরাগে বসন্তের সন্ধ্যাকাশ ছায়" 



৬ষ্ঠ দিনসকালে ব্রেকফাস্ট সেরে বের হলাম উবুদে উদ্দেশে।আমরা উবুদ আরেক দিন গিয়েছিলাম,কিন্তু একদিনে উবুদ দেখে শেষকরা যায় না।নাগরিক সুবিধাসহ বালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে উবুদ সেরা।এছাড়া নির্জন পরিবেশে অবকাশ যাপন করতে চাইলে উবুদ উপযুক্ত স্থান।উবুদে অনেক লাক্সারি রিসোর্ট আছে।আমাদের গন্তব্য মাংকি ফরেস্টেকিন্তামানি মাউন্টবাতুর জীবন্ত আগ্নেয়গিরি।আমার ইচ্ছে ছিল ভোর মানে প্রায় 3টায় রওনা দিয়ে ট্র্যাকিং করে কিন্তামানি মাউন্ট বাতুর উপর থেকে সূর্যাদয় দেখা।কিন্তু আমার পার্টনার রাজী হয়নি এত ভোরে উঠতে হবে বলেআবার আমাকেও একা ছাড়াতে রাজী হননি।অগত্যা সূর্যাদয় দেখার স্বাদ অতৃপ্ত রয়ে গেল।আমি বলবো,যারা শারীরিক ফিট তারা এই ঐশ্বরিক সৌন্দর্য মিস করবেন না।বিদেশীরা দলবেঁধে যায়।আমাদের উপমহাদেশীয় মানুষ অলস বলে এই সৌন্দর্য দর্শন থেকে বঞ্চিত হয়।


      ঐতিহ্যবাহী শোভাযাত্রা(বালি, ইন্দোনেশিয়া )


গাড়ী একটু চলার পরই দাঁড়িয়ে গেল। আমাদের ড্রাইভার রাস্তা পরিবর্তন করে তুলনা মূলক সরু পথে রওনা দিল।তারপরও গাড়ী চলছে শম্বুক গতিতে।কিছুসময় পর একপাশের গাড়ী একদম দাঁড়িয়ে গেল।তারপর উল্টো দিক থেকে সাদা কাপড় পরা নারীপুরুষের শোভাযাত্রা আসতে লাগলো কারো হাতে পূজার উপকরণকারো হাতে ফুলকারো মাথায় ফল দিয়ে সাজানো ডালা,কারো হাতে রাজকীয় স্টাইলের রঙিন চমৎকার ছাতা।আবার কয়েকজনে মিলে টেনে চলছে স্থানীয় বাদ্যযন্ত্রযাতে অদ্ভুত মিষ্টি সুর তুলছে।শোভাযাত্রায় খণ্ড খণ্ড মিছিল গুলোর অগ্রভাগে ছিল কাঠের কারুকার্যময় রথের মতো বিশেষ যানবাহন,তাতে আরাধ্য দেবতার বিগ্রহ।যারা এই রথ টানছে তাদের মাথায় সাদা কাপড় বাঁধা কায়দা করে।আমাদের ড্রাইভার বুঝিয়ে বলল যে এখানে শুভ-অশুভ দুই মূর্তিই আছে।বালির মানুষ বিশ্বাস করে পৃথিবীতে খারাপ ভালো সব একসঙ্গেই থাকে,বেছে নেওয়ার দায়িত্ব নিজের উপর।এমন চমৎকার দর্শনের বিশ্বাস করার জন্য বালিনিজদের প্রশংসা করতেই হয়।



আমরা প্রথমেই গেলাম উবুদ মাংকি ফরেস্টে। উবুদের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। এই ফরেস্টে না এলে জানা হতো না, বানর কতশত বান্দরামি জানে।এই বন বানরদের মুক্তাঞ্চল বা অভয়ারণ্য।এখানে বানরেরা টুরিস্ট দেখতে দেখতে এতটা অভ্যস্ত যে তারা মোবাইল বা ক্যামেরার ফ্ল্যাশে ভয় পায় নাদৌঁড়ে ভাগে না।কোন কোন বানর তো ওভার স্মার্ট,তারা ছবি তোলার জন্য পোজও দেয়।কোন কোন বানর লাফ দিয়ে  ঘাড়ের ওপর উঠে পড়ে।আমার আবার এতে ভয় করে।কারন আমার সাথে বানরের সম্পর্ক খুব একটা সুবিধে নয়।তাই আমি একটু দূরত্ব বজায় রেখেছি।আমার পার্টনার অবশ্য সুসম্পর্কের সূত্র ধরে সেলফি তোলা সুযোগ পেয়েছেবিনা বান্দরামির সমস্যায়।


        আমার শত্রু 😂


আমরা এখান থেকে বেরিয়ে গেলাম উবুদ প্যালেসে।খুব কাছে।কাছেপিঠে তাই দেখে গেলামনয় এটা আমাদের নির্ধারিত ছিল না।উবুদের ঐতিহ্যের প্রতীক উবুদ রাজার ঐতিহ্যবাহী প্রাসাদ হলো ‘উবুদ প্যালেস তবে এসে মনে হল না এলে মিস করতাম।বালির সাধারণ বাড়ীঘর গুলোও স্থাপত্যরীতি অসাধারণ।কারন বালিনিজদের মাঝে সংস্কৃতির ছাপ অত্যন্ত দৃঢ়।তারা ঐতিহ্যে বিশ্বাসী।তাদের বাড়ির মূল ফটকের স্থাপত্যরীতি  দেখলে মনে হয় কয়েকশ’ বছরের পুরনো।সেখানে প্যালেসের সৌন্দর্য নিয়েবলার অপেক্ষা বাখে না।


                স্মার্ট বাদুড়(ফটোর জন্য যেন পোজ দিয়েছে)


তারপর আমরা রওনা হলাম কিন্তামানি মাউন্ট বাতুর জীবন্ত আগ্নেয়গিরি দেখার উদ্দেশ্যে।এটি কুটা থেকে প্রায় ৬৪ কিলোমিটারউত্তর-পূর্বে।কিন্তামানি সমুদ্রপৃষ্ঠ থেকে  হাজার ৫০০ ফুট উচু পাহাড়ি এলাকা। মাউন্ট বাতুর নামের জীবন্ত আগ্নেয়গিরি এবংসেই পাহাড় ঘেঁষা বাতুর হৃদ দেখতেই সেখানে যাওয়া।আমি জীবনে কখনো আগ্নেয়গিরি দেখিনিমৃত বা জীবিত। ভূগোলে আগ্নেয়গিরি নিয়ে পড়ছি।অসম্ভব কৌতূহল নিয়েই এখানে এসেছি।  হাজার ৭০০ মিটার উঁচু এই পর্বতে জীবন্ত আগ্নেয়গিরি রয়েছেপাহাড় বেয়ে ছড়িয়ে থাকা শীতল লাভা আগ্নেয়গিরিটির জীবন্ত থাকার প্রমাণ দেয়।2018 সালেও এই আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত হয়েছিল,তখন সব ফ্লাইট বন্ধ হয়ে যায়,প্রচুর টুরিস্ট আটকা পড়ে।উপরে উঠে মনে হলো এতদূর আসা সার্থকহয়েছে।না এলে বালির প্রাকৃতিক সৌন্দর্যের একটি অধ্যায় না দেখা থেকে যেতো।




মাউন্ট বাতুরের গা ঘেঁষে চলে গেছে বালির সর্ববৃহৎ প্রাকৃতিক লেক বাতুর।পাহাড়ের উপর থেকে হৃদের সৌন্দর্য অভাবনীয় সুন্দর।এমন প্রাকৃতিক পরিবেশে পেট পূজার চমৎকার আয়োজনটাও ছিল লোভনীয়।আমরা সেখানে বুফে লাঞ্চ করলাম,পরিবেশগত কারনে খাবারের স্বাদও মনে হয় বেড়ে গেল।অনিচ্ছা হলেও ফেরার পথ ধরতে হলো সুন্দর কিছুক্ষণ সময় পর।ফিরতে প্রায় 3 ঘণ্টার মতো লাগলো।সকালের শোভাযাত্রার রেস পুরো কাটেনি তখনো তাই।



রাতে আমরা বের হলাম কিছু কেনাকাটার জন্য।রিসিপশান থেকে 'আগুন বালিনামের একটা সপের নাম বলল।আমরা গ্রাবকল গেলাম।গ্রাব এবং গোজেক ট্যাক্সির এপস ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম আমি। ২টাই নিয়েছিলাম কারণ অনেকস্থানে গ্রাব ট্যাক্সি পাবেন না আগেই জানতাম।কমন জায়গাগুলোতে গ্রাব আর গোজেক এর ভাড়া তুলনা করে কমটাতে যাওয়া যায়।এছাড়া ঘন্টাচুক্তি হিসেবে টেক্সি ফিক্সড করে নেয়া যায়।দিনে -১০ ঘন্টার জন্য - লাখ রুপিয়া নিবে।তবে বেড়ানোর স্থানীয় প্যাকেজ এজেন্সি ভালো।এক জন হলে বাইক সবচেয়ে সাশ্রয়ী।'আগুন বালিতে গার্মেন্টস,জুতা,ড্রাই ফুড,কসমেটিকসহ বিভিন্ন রকমের গিফট আইটেম পাওয়া যায়।এখানে হ্যান্ডিক্যাপের জিনিসের সৌন্দর্য আর ফিনিসিং এর তুলনায় দাম কম মনে হলো।এছাড়া জিনিশের বৈচিত্র্যও আছে।বিশেষ করে মেয়েদের জন্য বাঁশের এবং কাপড়ের তৈরি হ্যান্ড ব্যাগ দামের বিবেচনায় যেমনসস্তাতেমন আকর্ষণীয়।আমরা কিছু কেনাকাটা করে ডিনার সেরে রুমে ফিরলাম।


               রিসোর্ট কর্মীর তোয়ালে তৈরি শিল্প কর্ম(প্রতিদিনই তারা এমন কিছু না কিছু বানিয়ে যেন তোয়ালে দিয়ে)


রুমে ফিরে দেখি রুম মেকআপের কর্মীরা বিছানার উপর টাওয়াল দিয়ে হাঁস বানিয়ে তার নীচে একটা ইংরাজিতে লিখা লিফলেট জাতীয় কাগজ রেখে গেছে।পড়ে জানতে পারলাম পরের দিন তাদের ন্যেপি উৎসবমানে নীরবতার উৎসব।ইংরাজিতে বানানNyepi এই উৎসবের মূল উদ্দেশ্য নীরবতা।কাগজে কি করা যাবেকি করা যাবে নাতার বর্ণনা ছিল।আমরা অবশ্য কফিবাগানে যাওয়ার সময় জ্যামে বসে থেকে বর্ণীল শোভাযাত্রা দেখেছিলামতখন আমাদের ড্রাইভার বলেছিল এই উৎসবের কথা।আমরা ভালো করে বুঝিনি ভাষাগত কারনে।আরো ভালো ভাবে জানার জন্য আমরা খেতে যাওয়ার পথে রিসিপসনের কর্মীদের সাথে আলাপ করলাম। তারা বুঝিয়ে বলল।দেখলাম আরো কয়েক জন অতিথিও এসেছে জানতেকয়েক জন বিরক্ত একদিন নষ্ট হবে দেখে।তবে আমরা বিরক্ত নই।আমি নতুন অভিজ্ঞতা হবে ভেবে আর আমার পার্টনার আরামে ঘুমাতে পারবে ভেবেকেউ তাকে বের হওয়ার তাড়া দিবে না। তাই খুশী।



              রাস্তার ধারের স্থাপনার ছবি(গাড়ি থেকে তোলা )


ডে অফ সাইলেন্স ভীষণ কড়া ভাবে পালন করে সেটা টের পেলাম পরদিন।সকালের ব্রেকফাস্ট দেয়া হল রুমে। বারান্দায় দাঁড়িয়ে দেখি কোথাও কাউকে দেখা যাচ্ছে নাযে পুল বারে সারাক্ষণ গান চলেযে সুইমিংপুলে বিভিন্ন বয়সীদের সাঁতারে সরগরম থাকে সেইপুলে নামা নিষেধ  বোর্ড দেয়া।



আমার স্বভাবগত কারনে রুমে শুয়ে বসে থাকতে পারলাম না,রেব হয়ে নীচে গেলে রিসিপসানের মেয়েটা বিনয়ের স্বরে জানালো সব বন্ধ তাই দূরে না যেতে।তাকে আস্বস্ত করলাম দুরে যাবো না আশপাশেই থাকবো।আমাদের রিসোর্ট থেকে কয়েক মিনিটের হাঁটা দূরত্বে কুটা সৈকত।কাছে যেতেই নজরে এলো লাল ফিতা দিয়ে রাস্তা বন্ধ করা এবং প্রবেশ নিষেধাজ্ঞার বোর্ড।সার্ফিং এরজন্য বিখ্যাত এই বিচে সারাদিন পর্যটকদের ভীড় লেগেই থাকে,এখন জনমানব শূন্য বিরানভূমি।নিষেধাজ্ঞা মানানোর জন্য বিশেষ গার্ডও যাদের নাম 'পেকালাং'আমার খুব ইচ্ছে হচ্ছি জনশূন্য বিচে গিয়ে বসে থাকি,সৈকত আছড়ে পড়া ঢেউের গান শুনি।কিন্তু সে ইচ্ছে আপাতত অবদমিত করে রুমে ফিরে গিয়ে রবার্ট মার্লের বই 'দ্বীপনিয়ে বসলাম।বইয়ে ডুবে আমার দিন মন্দ না কাটালেও প্রযুক্তি আসক্তদের জন্য দিনটি অত সুখকর ছিল না।বেচারা!!


      উবুদ( বালি, ইন্দোনেশিয়া )

রাতে রুমের বাহিরে এসো তো অবাক।গ্রামের রাতের মতো ঘুটঘুটে অন্ধকার।রুম ছাড়া কোথাও আলো নাই। মনে হলো নির্জন কোন দ্বীপে আছি। টাইম মেশিনে চেপে যেন অতি-আদিম এক যুগে প্রবেশ করেছি।


             নান্দনিক গেট(বালি, ইন্দোনেশিয়া )


আমরা এত কৃত্রিম আলো আর শব্দের মধ্যে বসবাসে অভ্যস্ত হয়ে গিয়েছিআমরা ভুলেই গেছি এর বাহিরেও জীবন আছে।যান্যেপি ডে বা নীরবতার উৎসব না অনুভব করলে কোনও দিনও জানা হত নাপৃথিবী অন্ধকার আর শব্দহীন রাখার সৌন্দর্যটা অদেখাই থেকে যেতঅমন আদি নিস্তব্ধতা উপভোগ করা এবং কৃত্রিম শব্দহীন পৃথিবীতে প্রাণ ভরে শ্বাস নেয়ার এক অনন্য অভিজ্ঞতা হল।



     উলুন দানু বেরাতান টেম্পল(বালি, ইন্দোনেশিয়া )
 
বালির শেষ দিনসকালের ব্রেকফাস্ট সেরে আমি গেলাম বিচে,ফেরার আগে সাগরে পা না ভেজালে আমার মনে হয় সাগরকে বাই বলা হয় না☺️সাগরের ভেজা বালিতে হাঁটতে হাঁটতে আমার চোখ আটকে গেল এক সার্ফারের নিপুণ দক্ষতায় সাথে ঢেউয়ের বাঁধা পেরোনোর কঠিন কৌশল দেখে। সাগরের ঢেউয়ের সাথে মিতালী করা যেন তার কাছে রীতি মতো ছেলেখেলা।তার নীলজল,সার্ফিং বোর্ড আর গায়ের টিশার্ট সবই নীল ছিলযেন নীলের সাথে নীল একাকার হয়ে গেছে।তাই আমি ছবি তোলার লোভ সামলাতে পারলাম না।পরে এই অস্ট্রেলিয়ান সার্ফারের সাথে কথা হলতাকে তার ছবি গুলো দেখালাম।এরপর ঢেউ আছড়ে পড়া আদ্র বালির চাঁদরে ঢাকা সৈকতে আনমনে হাঁটতে হাঁটতে কখন যে হাঁটু পানিতে চলে গিয়েছি টের পাইনিটের পেলাম যখন ঢেউের পানি এসে সাইড ব্যাগসহ জামা ভিজিয়ে দিয়ে গেল।আজ ফিরবো তাই কাপড় ভেজানোর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না।কি আর করাহঠাৎ এক ভ্দ্রলোক এগিয়ে এসে আমার ছবি তোলার আগ্রহ প্রকাশ করলো আমার ক্যামেরায়।আমার স্কাই ব্লু জামা আর অবারিত নীল জলরাশি নাকি তার চোখে অদ্ভুত সুন্দর লাগছিল।'আকিতো জাপানি' বংশোদ্ভূত মার্কিন নাগরিক।পেশায় একজন ইন্জিনিয়ার।আমার ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় তাকে বাই বলে জোর পায়ে রিসোর্টে ফিরে এলাম।


      কেয়াক নৃত্যের শিল্পদের সাথে দর্শকদের ফটো সেশন 

চেক আউটের সময় রিসিপশনে জানতে চাইলাম লেম্বগান আইল্যান্ড থেকে কুড়িয়ে আনা শঙ্খঝিনুক সাথে নিতে পারবো কিনাকারন আমি বিচ এরিয়া সহ কয়েক জায়গায় পর্যটকদের জন্য বিধিমালায় দেখেছিসামুদ্রিক সামগ্রী কেনাবহন নিষিদ্ধ।মেয়েটা আমাকে বুদ্ধি দিল,'তুমি এগুলো হ্যান্ডক্যারি কর,নিরাপত্তা তল্লাশির সময় তাদের দেখাবেবলবে আমি বাই করিনি, কুড়িয়েছি।তারপর ওরা ডিসিশন দিবে'




উলুন দানু বেরাতান টেম্পল(বালি, ইন্দোনেশীয় )


গাড়ীতে উঠে নিজের সাইড ব্যাগ খুলে চোখ গোল কারন সব রুপিয়া ভিজে ভূত।সাগরের ঢেউয়ের সাথে সখ্যতা করার সময় তোমনে ছিল না কিছুএরপর গাড়ীর গ্লাসের সাথে চেপে ধরে ভেজা টাকা গুলোর শুকানোর অবর্ণনীয় কসরত করতে করতে এয়ারপোর্ট পৌঁচ্ছে গেলাম।ম্যানি এক্সেন্জের ছেলেটার ভ্রু কুচকানো চেহারা দেখে নিজেকে নিজে বললামভবিষ্যতে সমুদ্রকে বাই বলতে যাবে বটে,তবে উইদাউট ব্যাগে😂




একটা দেশ দেখা বা একটা দেশের ইতিহাসসংস্কৃতিঐতিহ্য কখনো জানা যায় না কয়েকদিনে।তবে বাস্তব ধারনা পাওয়া যায় অনেকাংশে।আর এই কয়দিনে বালিকে ‘পৃথিবীর অন্তিম স্বর্গোদ্যান’ বা ‘দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ’ বলার কারন অনুধাবন করতে পেরেছি আমি।অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বালি দ্বীপের প্রতিটি জায়গাই অসম্ভব সুন্দর।



বালিতে বেড়ানোর সময়:

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাওয়ার মূলত কোন নিদিষ্ট সময় নেই।বছরের যে কোন সময় যাওয়া।তাই বালি সারাবছরই টুরিস্টের পদচারণায় মুখরিত থাকে।বালিতে  ঋতু দুটো - গ্রীষ্ম  আর বর্ষা। এপ্রিল থেকে অক্টোবর গ্রীষ্ম।আর নভেম্বর থেকে মার্চ বর্ষা।তাই যদি কেউ বালিতে বেড়ানোর জন্য ভালো সময় জানতে চাইলে বলা যায়, বৃষ্টির কয়েক মাস বাদ দেয়া ভালো। যদিও বৃষ্টি পাহাড়কে গাঢ় সবুজে মুড়ে দেয়।তবে সূর্যাস্তের রং থেকে বঞ্চিত করতেও পারে।এছাড়া অফ সিজন, অন সিজনের বিষয়গুলো বালিতেও আছে।যা দেখা যায় হোটেল, রিসোর্ট ভাড়া থেকে ট্যুর অপারেটরদের প্যাকেজের রেটেও।


কিভাবে যেতে হয়:
 
ঢাকা থেকে বালির ডিরেক্ট ফ্লাইট নেই।থাইল্যান্ড,মালেশিয়া অথবা সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে যেতে হয়।এয়ারওয়েজের উপর নির্ভর করে।তবে আমি মনে করি যদি এই দেশ কোনটি আগে না যাওয়া থাকে তাহলে এক খরচে যাওয়া উত্তম। অল্প কিছু টাকা খরচ করলে ভিসা নিয়ে ভিজিট করা যায় নতুন আরেকটি দেশ।
টিকেটের দাম একেক এয়ারওয়েজে একেক রকম।তবে দেড় দুই মাস আগে কাটলে 27-35  হাজারেও পাওয়া যায় কোন কোন এয়ারওয়েজের টিকেট। মালিন্দো এয়ার , এয়ার এশিয়ার দাম তুলনামূলক কম থাকে।তবে সিংগাপুর এয়ারওয়েজ, থাই এয়ারলাইনসের ভাড়া বেশী হলেও সেবার মান অনেক ভাল।




ভিসা:
 
বালিতে বাংলাদেশীদের ভিসার ঝামেলা নেই। অন এরাইভাল ভিসা। হোটেল বুকিং আর রিটার্ন এয়ার টিকেটের আইটিনারির প্রিন্ট কপি ইমিগ্রেশনে দেখাতে হয় ইমিগ্রেশনে।কোন ফি লাগে না। সাধারণত 30 দিনের ভিসা দেয়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Inside every post